Nemesis - O Boshobash | Official Audio

12 Views
Published
Song - O Boshobash
Album- Tritio Jatra


পেছনে সরে দাঁড়াও
চোখ বন্ধ করে তাকাও
দেহের মাঝে অবশ হয়ে ছায়া
শুকনো পাতারি মায়া

মোরা মিথ্যের জলে ডুবি
তাই সত্যের হাত ধরি

সেই ডাকে অন্ধ হয়ে রবে
হারানোর পথে ভেঙ্গে পরে
পরে থাকে রঙেরই তুলি
আঁধার কালো এক অনুভূতি

মোরা মিথ্যের জলে ডুবি
তাই সত্যের হাত ধরি

চেয়ে থাকে তারা
খোলা এক সত্যের দরজায়
ফেলে আসে যারা
তাদের অর্থহীন কবিতায়
গল্পে কি লেখা
তা মোরা জানতে পাব কি
অন্ধেরী দৃষ্টি দিয়ে
মোরা সত্য খুঁজি

শূন্য পরে রয় জানালায়
অবশ চোখেতে ক্লান্তি ঝরা দিন
দেয়াল ঘিরে রয়
দৃষ্টি আমার

তাই সত্যের হাত ধরি


Follow us → https://facebook.com/nemesisbd
Instagram → https://www.instagram.com/in2nemesis
Category
Bangladeshi Band Music Nemesis
Tags
Gonojowar, Bangladesh Band 2019, Tritio Jatra
Be the first to comment