How we shoot What a Show!

20 Views
Published
হোয়াট এ শো এর শুটিং টা আসলে কীভাবে হয়? রাফসান সাবাবের একার পক্ষে কখনই এটা সম্ভব না। পেছনে অক্লান্ত পরিশ্রম করে বিশাল একটা টিম। আর ঐ টিমের জন্যই আমাদের কাজটা এতটা আনন্দের, এতো হাসিখুশি আর "ওয়াও" মার্কা একটা পরিবেশ চারিদিকে। এই ভ্লগের মাধ্যমে আপনাদের সাথে সেই আনন্দটাই একটু ভাগাভাগি করে নেয়ার একটা চেষ্টা করলাম। চলেন তাহলে আপনাদের নিয়ে যাই একদম আমাদের সেটে, এমন অনেক জায়গায় যেখানে কেউ কখনো যেতে পারে না!
Category
Bangla Entertainment
Tags
rafsan sabab, what a show, stand up comedy
Be the first to comment