স্টেজ পরিকল্পনা থেকে বাস্তবায়ন-এর যাত্রা II আইপিডিসি আমাদের গান II সিজন ০২

26 Views
Published
'আমাদের গান'-এর অন্যতম আকর্ষণ ব্যাতিক্রমী স্টেজ। আমরা চেষ্টা করেছি আমাদের ঐতিহ্যের বিভিন্ন উপকরণকে শৈল্পিকভাবে স্টেজে ফুটিয়ে তুলতে। এবারের আয়োজনে আমরা প্রাধান্য দিয়েছি লোকচিত্র (ফোক আর্ট)-কে। আল্পনা, টেরাকোটা, নকশিকাঁথা, রাজা-রানি, ফোক লিরিক দেয়ালসহ নানা ঐতিহ্যের নিদর্শন স্থান পেয়েছে আমাদের গান-এর স্টেজ নির্মাণে। আমাদের এই প্রচেষ্টাকে আপনারা সার্থক করেছেন আমাদের গান-এর স্টেজ নিয়ে শুরু থেকেই আপনাদের ভালোলাগার কথা আমাদের জানিয়ে।
এক শব্দে এই স্টেজ সম্পর্কে আপনার অনুভূতি ব্যক্ত করুন কমেন্টে।
Category
Music
Tags
IPDC, #IPDCআমাদেরগান, ipdc finance
Be the first to comment