ওয়ালটন নিবেদিত “ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা”

24 Views
Published
দেশ মানে আমাদের কাছে একটা মানচিত্র কিংবা পতাকার চেয়ে বেশি কিছু। যেখানে স্বাধীন ভূখণ্ডের সাথে সাথে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। তাইতো ইলেক্ট্রনিক্স শিল্পে সয়ংসম্পূর্ণ হতে আত্মবিশ্বাসের সাথে কাজ করে যাচ্ছে ওয়ালটন। দেশের আপামর জনসাধারণের ভালোবাসা আর সমর্থন নিয়ে 'মেইড ইন বাংলাদেশ' পণ্য ছড়িয়ে দিচ্ছে বিশ্বজুড়ে।

আসুন লাল-সবুজের এই জয়যাত্রায় শামিল হয়ে একসাথে গলা মিলিয়ে গাই;

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি

"ও আমার দেশের মাটি,
তোমার ’পরে ঠেকাই মাথা।"

সঙ্গীতায়োজনঃ কৌশিক হোসেন তাপস
প্রযোজনা ও নির্দেশনাঃ ফারজানা মুন্নী
ভিডিও পরিচালনাঃ তানিম রহমান অংশু

পরিবেশনায়ঃ

সাবিনা ইয়াসমিন, আবিদা সুলতানা, ফাহমিদা নবী, রেজওয়ানা চৌধুরী বন্যা, শামা রহমান, অদিতি মহসীন, অনিমা রায়, আঁখি আলমগীর, নাহার দিলশাদ, রুমানা ইসলাম, দিনাত জাহান মুন্নী, দিঠি আনোয়ার, মেহরিন, এলিটা, ঐশি, অদিতি রহমান দোলা, তাসনিম আনিকা, নাদিয়া ডোরা, তাশফি, সুনিধি নায়েক, সিঁথি সাহা, কর্নিয়া, আর্নিক, জুলি, স্বায়ান্তনী ত্বিষা।

সৈয়দ আবদুল হাদী, ফকির আলমগীর, রফিকুল আলম, মাহমুদ সেলিম, সুজিত মোস্তফা, হামিন আহমেদ, মাকসুদুল হক, এস আই টুটুল, হাসান, বালাম, মিজান রহমান, রবি চৌধুরী, মিলন মাহমুদ, অর্ণব, অদিত রহমান, আরফিন রুমি, রাফা, পারভেজ সাজ্জাদ, অটমনাল মুন, সাব্বির জামান, শামিম হাসান, মুত্তাকি হাসিব, তৌফিক আহমেদ প্রিয়, মোহাম্মদ আবদুল্লাহ এবং তাপস।

অডিও নির্মাণঃ টি এম রেকর্ডস
ভিডিও নির্মাণঃ টিএম প্রোডাকশন্স
Category
Music Gaan Bangla TV
Tags
Gaan Bangla, Gaan Bangla TV, GaanBangla TV
Be the first to comment