#daily_issues #vokta_odhikar_ovijan
ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন এলাকায় ২১.০৬.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "বিস্কুট, কেক" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে হযরত শাহজালাল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, ১৫৯/১, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। একই এলাকায় অবস্থিত অপর একটি বেকারি প্রতিষ্ঠান আল মদিনা বেকারী, ১২৩, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা-কে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) এবং বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বেকারীতে উৎপাদিত পণ্য "কেক, বিস্কুট" উৎপাদনের বিষয়ে মিথ্যা তথ্য প্রদানের অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠান এ.আর কনজ্যুমার লিমিটেড, ১৬১, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "আর্টিফশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত ৩টি প্রতিষ্ঠানে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয় এবং জনাব জিশান আহমেদ তালুকদার, সহকারী পরিচালক (সিএম) এর উপস্থিতিতে প্রসিকিউটর হিসেবে জনাব ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/dailyissuesbd
এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: Daily Issues
Contact us: banglapatrika24@gmail.com
#vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা
ঢাকা জেলার মোহাম্মদপুর থানাধীন এলাকায় ২১.০৬.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "বিস্কুট, কেক" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে হযরত শাহজালাল ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, ১৫৯/১, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। একই এলাকায় অবস্থিত অপর একটি বেকারি প্রতিষ্ঠান আল মদিনা বেকারী, ১২৩, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা-কে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "কেক, বিস্কুট" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ৫,০০০/- (পাঁচ হাজার) এবং বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বেকারীতে উৎপাদিত পণ্য "কেক, বিস্কুট" উৎপাদনের বিষয়ে মিথ্যা তথ্য প্রদানের অপরাধে প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় অবস্থিত একটি প্রতিষ্ঠান এ.আর কনজ্যুমার লিমিটেড, ১৬১, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা-কে বিএসটিআই আইন, ২০১৮ মোতাবেক বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "আর্টিফশিয়াল ফ্লেভার্ড ড্রিংকস" উৎপাদন, বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। উপরোক্ত ৩টি প্রতিষ্ঠানে উল্লিখিত দুইটি আইনে সর্বমোট টাকা ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) মাত্র জরিমানা প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয় এবং জনাব জিশান আহমেদ তালুকদার, সহকারী পরিচালক (সিএম) এর উপস্থিতিতে প্রসিকিউটর হিসেবে জনাব ইবাদত মানিক, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোঃ মামুনুর রশীদ, পরীক্ষক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/dailyissuesbd
এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: Daily Issues
Contact us: banglapatrika24@gmail.com
#vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা
Be the first to comment